মো. জুলফিকার আলী শাহীন

 নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার খলিশাপুর গ্রামে মুসলিম পরিবারে ১৯৬৮ খ্রিস্টাব্দের ৯ মে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ মোজাম্মেল হক, মাতা আনোয়ারা বেগম।

তিনি কৃতিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, পূর্বধলা জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও পূর্বধলা ডিগ্রি কলেজ থেকে শিক্ষাজীবন শেষ করেন। ছাত্রজীবন থেকেই তিনি সাহিত্যচর্চা শুরু করেন।

পূর্বধলা ছাত্রলীগের সাহিত্য স্মরণিকা 'অগ্রদূত' সৌরভ সাংস্কৃতিক সংঘের সাহিত্য স্মরণিকা 'সৌরভ', পূর্বধলা প্রেসক্লাব স্মরণিকা 'প্রমূর্ত' সম্পাদনা করেন। আলী আহাম্মদ খান আইয়োব সম্পাদিত সাহিত্য পত্রিকা 'উত্তর আকাশ' এর ছিলেন বিভাগীয় সম্পাদক।

নব্বই দশকের শুরুতে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক ভূ-মন্ডল, স্বদেশ সংবাদ, দৈনিক জাহান পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে ঢাকা থেকে প্রকাশিত বাংলার বাণী, আজকের কাগজ, আমাদের সময়, বাংলাদেশ সময় পত্রিকার পূর্বধলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত 'আমাদের অর্থনীতি' পত্রিকার পূর্বধলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) থেকে ৩ (তিন) বার সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন। এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত 'মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ' (এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ লিবারেশন ওয়ার) এর কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন।

আপদমস্তক একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে দীর্ঘ দিন সৌরভ সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পূর্বধলা শাখার সভাপতি, পূর্বধলা প্রেসক্লাবের পর পর ৪ বার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে পূর্বধলায় মিডিয়া আইডিয়াল স্কুলের পরিচালকের দায়িত্ব পালন করছেন। ব্যক্তি জীবনে এক কন্যা ও পুত্র সন্তানের জনক। স্ত্রী তাহমিনা সুলতানা শিক্ষিকা।

রক্তের গ্রুপ: B+
 
মো. জুলফিকার আলী শাহীন  
       আজকের আরবান
মোবাইল: +৮৮০১৭১৭১৪৩৭৫৯
ইমেইল: zshahin.media@gmail.com

Post a Comment

[facebook][blogger][disqus]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget