পূর্বধলায় সাংবাদিকদের সাথে বিএনপি’র ৩১ দফা নিয়ে মতবিনিময়

প্রেসক্লাব ডেস্ক: রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রাজনৈতিক কর্মপরিকল্পনা বাস্তবায়নসহ বাবার অসমাপ্ত কাজের স্বপ্ন পূরণে পূর্বধলাবাসীর সেবায় নিরলসভাবে কাজ করতে নেত্রকোণা-৫ পূর্বধলা আসনের সাবেক তিন বারের সাংসদ প্রয়াত ডা. মোহাম্মদ আলী ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী দম্পতির জ্যেষ্ঠপুত্র ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

৩০ এপ্রিল (বুধবার) সকাল ১০টায় উপজেলার পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ এবং প্রস্তাবনার সারসংক্ষেপ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন ১৬১, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা।

ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা বলেন, বিএনপি দলীয় ভাবে আমাকে জনগণের সেবা করার সুযোগ দিলে বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পূর্বধলা পৌরসভা পুনঃপ্রতিষ্ঠা, রাস্তাঘাট, উন্নত চিকিৎসা সেবার জন্য আধুনিক হাসপাতাল, শিক্ষার মান উন্নয়ন, তরুণদের মাদক-জুয়া-সন্ত্রাস থেকে দূরে রাখা, কর্মসংস্থানের জন্য শিল্প জোন প্রতিষ্টাসহ নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।

সভায় পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি নূর আহাম্মদ খান রতনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. আনোয়ারুল ইসলাম আনার, বিএনপি নেতা আশরাফ হোসেন তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক এনামূল হক হলুদ, সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন, পূর্বধলা সভাপতি জুলফিকার আলী শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়ুব প্রমুখ। এসময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

Tags:

Post a Comment

[facebook][blogger][disqus]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget